17th BCS Examination Question & Answer

1. নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়- সুইজারল্যান্ড (কিন্তু এখন সদস্য)

2. Browning was the composer of any of the following poems - Andrea del sarto

3. ওপেকভুক্ত একমাত্র অনারব এশীয় দেশ ইরান

4. AB CD সরলরেখাদ্বয়   ‘O’ বিন্দুতে ছেদ করলে নিম্নের কোনটি সঠিক
          a) ∠AOD = ∠BOC
b) ∠AOD = ∠BOD
c) ∠BOC = ∠AOC
d) ∠AOD > ∠BOC

5. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য- উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে

6. 'Razzmatazz' means:   A noisy activity

7. Choose the correct antonym of 'Sluggish' slow

8. কোন খ্যাতিমান লেখকবীরবলছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী

9. বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলনচর্যাপদএর আবিষ্কারক-   হরপ্রসাদ শাস্রী

10. ‘আকোয়া রেজিয়াবলতে বোঝায়- কনসেনট্রেটেড নাইট্রিক হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ

11. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-   রাজ কাঁকড়া

12. ঢাকার বড় কাটরা ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত- চকবাজার

13. বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-   গোয়ালন্দ

14. বেনেলাক্সবলতে যে দেশগুলোকে বোঝায়- বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ

15. লালবাগ কেল্লার মাঝে সমাহিত শায়েস্তা থান এর কন্যার আসল নাম   ইরান দুখত
 16. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা তামার অনুপাত , এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে?  ৪ গ্রাম
17. আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে- ১৯৭৩ সালে

18. f(x) = x2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
a) f(1) = 1
b) f(0) = 1
c) f(-1) = 3
d) f(1) = 3

19. x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?  (-1,1)

20. যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p =  ২৪

21. পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম La Zola

22. বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-    মে, ১৯৯৫

23. ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়- চাঁদনীঘাটে

24. পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?  বালতি

25. ‘কর্নার স্টোন অব পিস স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে- হাইতি

26. বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়- ১০ মিটার

27. হিন্দিপদুমাবৎএর অবলম্বনেপদ্মাবতীকাব্যের রচয়িতা- আলাওল

28. তত্ত্ববোধিনী পত্রিকাপ্রথম প্রকাশিত হয়- ১৮৪৩ সালে

29. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-   স্বরবৃত্ত

30. The sentence with correct punctuations-
a) Maria, my student. is on leave today.
b) Maria my student, is on leave today.
c) Maria, my student, is on leave today.
c) Maria my student is, on leave today.

31. The antonym for ‘inimical’- friendly

32. The synonym for ‘efface’-
a) Improve
b) Exhaust
c) Rub out
d) Cut out
 
33. The best passive form of the sentence: ‘we don’t like idle people’ -  Idle people are not liked by us

34. The correct sentence of the followings:
a) The Nile is longest river in Africa.
b) The Nile is longest river in the Africa.
c) Nile is longest river in Africa.
d) The Nile is the longest river in Africa.

35. টুথপেস্টের প্রধান উপাদান কি?  সাবান পাউডার

36. পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়- পৃষ্টটান

37. মুক্তা হলো ঝিনুকের- প্রদাহের ফল

38. বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে- টারশিয়ারী যুগের

39. বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম- বাংলাবান্ধা

40. সোয়াচ অব নো গ্রাউণ্ডএর মানে- বঙ্গোপসাগরের একটি খাদের নাম

41. ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-  জুম্মা খান

42. (১২৫/২৭) -২/৩ এর সহজ প্রকাশ-  /২৫

43. দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N, তাদের লব্ধি পরিমাণ কত?  √41 N

44. নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে , দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে?  ৩১

45. একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের গুন। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুন বড় হবে?   গুন

46. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাকিস্তান

47. জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?  বেলগ্রেড, ১৯৬১ সাল

48.     To read between the lines- to grasp the hidden meaning

49. ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু করেছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরার নাম -  স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল

50. দক্ষিণ এশীয় সহযোহিতা সংস্থা – (SAARC) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল - কলম্বোতে

51. When a person says he’s `all in’ it means.   He is very tired

52. `Bill of fare’ is - A list of dishes at restaurant.

53. A ‘bull market’ means that share prices are- rising

54. ‘Blue chips’ are- Industrial shares considered to be a safe investment

55. ‘সিরাজাম মুনীরাকাব্যের রচয়িতার নাম- ফররুখ আহমদ

56. ‘ষড়ঋতুশব্দের সন্ধি বিচ্ছেদ- ষট্ + ঋতু

57. ‘লাপাত্তাশব্দেরলাউপসর্গটি বাংলায় এসেছে-  আরবি ভাষা থেকে

58. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম- ভুটান

59. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত - পটুয়াখালীর কুয়াকাটা

60. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম- মাওরি

61. ১৯৯৪ সালের লা ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালে একই তারিখে হবে- শুক্রবার

62. একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?   ১৪ গজ

63. x – [x – { x – (x + 1)}] –এর মান কত?  -1

64. ঢাকা চট্টগ্রাম এই দুটি স্টেশন থেকে প্রতি ঘণ্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌছাতে প্রত্যেক ট্রেনের ঘণ্টা সময় লাগে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছান পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?  ১০

65. লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ............, ,  

66. দুটি সংখ্যার .সা.গু, বিয়োগফল এবং .সা.গু যথাক্রমে ১২, ৬০, এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?   ১৪৪, ২০৪

67. ‘বিশ্ব তামাকমুক্ত দিবসপ্রতিপালিত হয় প্রতি বছরের- ৩১ মে

68. মার্কিন যুক্তরাষ্ট্রকেস্ট্যাচু অব লিবার্টিউপহার দেয় যে রাষ্ট্র- ফ্রান্স

69. 'লাঠালাঠি'- এটি কোন সমাস?  ব্যাতিহার বহূব্রীহি সমাস

70. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক- ব্যরন পিয়ারে দ্য কুবার্তা

71. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?   অস্ট্রেলিয়া

72. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতেলাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-   ভারতচন্দ্র রায়

73. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায় পঙক্তিটি নিচের একজনের লেখা-   লালন শাহ্

74. ‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর- সরল

75. ‘Blockbuster’ means:  A powerful explosive to demolish buildings

76. Any one of the following pairs are literary collaborators- Shelly and keats

77. The correct sentence of the followings -
a) A new cabinet has been sworn in Dhaka
b) A new cabinet has been sworn a Dhaka
c) A new cabinet has been sworn by in Dhaka
d) A new cabinet has sworn in Dhaka

78. The last word of the proverb. Handsome is that handsome___’ does

79. ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি কবিতার এই অংশবিশেষের রচিয়তা -  সত্যেন্দ্রনাথ দত্ত

80. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল - ইউরোপের হল্যান্ড থেকে

81. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা - ভেঙ্গী ভ্যালি

82. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় - সিলেটের মালনীছড়ায়

83. ‘স্টেপসভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে এর ভাস্কর এর নাম -  হামিদুজ্জামান খান

84. ল্যাপটপ কী?  ছোট কম্পিউটার

85. The right word to fill in the gap of the following sentence: Give her a telephone number to ring ____ she gets lost.
a) Perhaps
b) Whether
c) In case
d) Unless

86. The synonym of `Franchise’ -  Privilege

87. The correct spelling is - Humorous

88. `Equivocation’ means - Two contrary things in the same statement

89. Natural protein এর কোড নাম - Protien – P49

90. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল - এপ্রিল, ১৯৪৯

91. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-   সমক্ষ


92. Persona-non-garta শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য -   কূটনীতিবিদ

93. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল - কোরীয় যুদ্ধ

94. কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ কিন্তু   ৫৪ (২০১)

95. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে - প্রাকৃত

96. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায় - তিন ভাগে

97. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?   ষষ্ঠ

98. রাশিয়ার যে শহরের হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-     Budennovsk

99. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন- ওয়াকিল আহমদ

100. মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন – প্রভৃতি গ্রন্থের রচয়িতা – মোঃ লুত্ফর রহমান 

Written by

0 comments:

Post a Comment

 

© 2014 Study For BCS. All rights resevered. MD. Ariful Islam Milon

Back To Top