19th BCS Examination Question & Answer


1. বাংলাদেশের GDP  তে পশু সম্পদের অবদান কত? ৬.৫%

2. বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুড়া দুধ আমদানী করা হয়?  ৪০০ কোটি টাকা

3. রপ্তানী আয়ে বর্তমানে পশু সম্পদের অবদান কত? ৮ ভাগ

4. দেশের রপ্তানী আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? ৩য়

5.সাম্প্রতিক কালে নোবেল পুরষ্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? প্রফেসর নরম্যান বরলগ

6. বিশ্ব ব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? ২৪০ মার্কিন ডলার।

7. কসোভো কোথায় অবস্থিত? সার্বিয়ায়

8. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে? ১৩ শতাংশ

9. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?  ভানুসিংহ

10. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত
পলল গঠিত সমভূমি  বরেন্দ্রভূমি

11. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়  মিথেন

12. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির  ২৫ শতাংশ

13. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?  মাইক্রোসফট

14. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
a) নিম্নভূমি নিমজ্জিত হবে
b) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
c) বৃষ্টিপাত কমে যাবে
d) উপরের সবগুলো


15. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?  সোনারগাঁয়ে

16. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর

17. বাংলাদেশের জাতীয় পাখি‒  দোয়েল

18. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?  সাভার, ঢাকা

19. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?  রয়েল বেঙ্গল টাইগার

20. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?  ড. ওসমান গনি

21. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে? পাবনা, সিরাজগঞ্জ

22. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়  ২ ডিসেম্বর, ১৯৯৭

23. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?  গ্যাস

24. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?  ১৮ বছর

25. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট? একাশি

26. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?  ১৫ শতাংশ

27. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒  ৪.৮ কিলোমিটার

28. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী? : কাছিবেষ্টিত নোঙর

29. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?  ইন্দোনেশিয়া

30. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?  তুরস্ক

31. ‘গিল্ডারকোন দেশের মুদ্রার নাম?  নেদারল্যান্ড

32. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?  লর্ড লিনলিথগো

33. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?  আব্রাহাম লিংকন

34. নেপালের পার্লামেন্টের নাম কী?  পার্লামেন্ট

35. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?  নিউইয়র্ক

36. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?  রোমে

37. ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?  ম্যানিলা

38. ‘নাসাকোন দেশের সংস্থা?  যুক্তরাষ্ট্র

39. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?  ১১ টি

40. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?  ১৪ ডিসেম্বর

41. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশগ্রন্থের রচয়িতা  মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

42. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?  সুকার

43. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচিয়তা -   আবদুল গাফফার চৌধুরী

44. ‘বিদ্রোহীকবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?  অগ্নিবীণা

45. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?  রেনিন

46. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত২৩ জোড়া

47. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-  ডলি

48. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?  ইনসুলিন

49. ভায়াগ্রা কী?  নতুন একটি ওষুধ


50. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?  ক্লোরোফ্লুরো কার্বন

Written by

0 comments:

Post a Comment

 

© 2014 Study For BCS. All rights resevered. MD. Ariful Islam Milon

Back To Top