1. বর্তমানের জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক? দক্ষিন কোরিয়া
2. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
a) কষ্ট
b) উপনিষৎ
c) কল্যাণীয়েষু
d) আষাঢ়
3. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে
‘বীরউত্তম’
উপাধিতে ভূষিত করা হয়?
৬৯জন
4. মুজিবনগর অবস্থিত – মেহেরপুর
5. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক – হেস
6. 'ব্যাঙের সর্দি '_ অর্থ কী? অসম্ভব ঘটনা
7. 'পদ' বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
8. 'ক' ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে,
ক , খ, ও গ এর
মানের গড় কত হবে? ১০
9. জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন কয়টি? ৫০
10. 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান
11. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়
- ১৬ ডিসেম্বর ১৯৭২
12. what is the meaning of the word 'euphemism'? description of disagreeable thing by an aggreable name
13. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরিয়তউল্লাহ
14. কোনটি চৌম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম
15. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়? চট্টগ্রামে
16. বাংলার ১৯৮৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদীন
17. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? ডিসেম্বর ২, ১৯৯৭
18. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর
সদস্যপদ লাভ করে? ১৯৭২
19. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অব ক্যানসার
20. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে-
যা ছিল নিম্নরূপ:
“লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু,
এবার তারা শাস্তি এড়াতে পারবে না।”
‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল? জেনারেল ইয়াহিয়া খান
21. “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒ এটি কার উক্তি? হিটলার
22. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসিকিয়াং
23. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে? ম্যাকস ওয়েবার
24. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন? হোসে সারামাগো
25. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় নি? থাইল্যান্ড
26. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে? ১ জানুয়ারি, ১৯৯৯
27. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী? জ্যামিতিক সীমারেখা
28. কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপান
29. নিম্নলিখিত কোন আঞ্চলিক / আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? CIRDAP
30. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? ১৯৮৫
31. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তি
32. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লৌহ
33. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি? লৌহ
34. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে,
তাকে কী বলে? দর্পণ
35. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী? মাইক্রোওয়েভ
36. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকার
37. সমুদ্রের গভীরতা মাপা হয়
কোন যন্ত্র দিয়ে? ফ্যাদোমিটার
38. কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এইকিন
39. বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে? ৭০০ টাকা
40. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ৩৬
এবং ৯ বছর
41. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? ২৪ মিঃ এবং ১২ মিঃ
42. x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত? 22
43. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল? ৩৭.৫ কি: মিঃ
44. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ৪৮ বঃ মিঃ
45. দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী? ১০ ও ১৬
45. দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী? ১০ ও ১৬
46. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ? চারগুণ
47. ‘ঠোঁট-কাটা’
বলতে কী বোঝায়? স্পষ্টভাষী
48. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা? মীর মশাররফ হোসেন
49. কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা
50. নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? ব্যথার দান
51. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? আগুণের পরশমণি
52. কোনটি শামসুর রাহমানের রচনা? নিরালোক দিব্যরথ
53. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’
‒ এখানে ‘টাপুর টুপুর’
কোন ধরনের শব্দ? ধ্বন্যাত্মক শব্দ
54. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই-বোন
55. ‘যা সহজে অতিক্রম করা যায় না’
‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? দুরতিক্রম্য
56. ‘সংশপ্তক’ কার রচনা? শহীদুল্লাহ কায়সার
57. ‘নদী ও নারী’ কার রচনা? হুমায়ুন কবির
58. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙা জবা
59. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী
60. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে
রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস
61. ‘কাক ভূষণ্ডি’র অর্থ কী? দীর্ঘায়ু ব্যক্তি
62. Select the pair that best expresses a relationship
similar to that expressed in the original pair. EXCITE : CALM
a) stimulate : cool down
b) retrain : compose
c) agitate : trouble
d) upset : perturb
63. Each question below consists of a related pair of words.
Select the pair that best expresses a relationship similar to that expressed in
the original pair. DELAY : EXPEDITE
a) related : halt
b) block : obstruct
c) drag : procrastinate
d) detain : dispatch
64. Each question below consists of a related pair of words.
Select the pair that best expresses a relationship similar to that expressed in
the original pair. ANARCHY : GOVERNMENT
a) penury : wealth
b) chaos : disorder
c) monarchy : republic
d) verbosity : words
65. Each question below consists of a related pair of words.
Select the pair that best expresses a relationship similar to that expressed in
the original pair. VACCINE : PREVENT
a) wound : heal
b) victim : attend
c) antidote : counteract
d) diagnosis : cure
66. Choose the one word or phrase that best completes the
sentence: ‒ glass is, for all practical purposes, a solid, its molecular
structure is that of a liquid.
a) If
b) Because
c) Since
d) Although
67. The intensive search was conducted by the detectives to
locate those criminals who ‒ .
a) have had escaped
b) had escaped
c) are escaping
d) have been escaping
68. The intellectual can no longer be said to live ‒ the
margins of society.
a) against
b) beyond
c) inside
d) before
69. According to the conditions of my scholarship, after
finishing my degree ‒ .
a) my education will be employed by the university
b) employment will be given to me by the University
c) the University will employ me
d) I will be employed of the University
70. If a substance is cohesive, it tends to ‒ .
a) retain heat
b) bend without too much difficulty
c) stick together
d) break easily
71. He stopped his car ‒ when the light turned red.
a) abruptly
b) equitably
c) ambiguously
d) incisively
72. The influence of the technological revolution in ‒ and ‒
the concentration of wealth and power in the hands of the few should worry us
all.
a) aggravating ‒ demolishing
b) proliferating ‒ diminishing
c) undermining ‒ neutralizing
d) accelerating ‒ intensifying
73. Few people would care to take the negative side of the
proposition that the women of the world are ‒ and ‒.
a) admired ‒ provoked
b) oppressed ‒ scorned
c) rebuked ‒ regaled
d) slighted ‒ celebrated
74. Anger, even when it is ‒ has one virtue, it overcomes ‒.
a) sinful ‒ sloth
b) unnecessary ‒ malice
c) inevitable ‒ desire
d) intense ‒ hate
75. The word ‘dilly-dally’ means: waste time
76. The passive form of the sentence “Some children
were helping the wounded man” ‒ The
wounded man was being helped by some children.
77. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়? দ্বাদশ
78. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুণ্ড্র
79. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দানে
80. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? ১৮ বছর
81. চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত? হংকং-এর
অর্থনীতিকে সচল রাখা
82. কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী? এর
ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
83. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্টক
84. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? কুইবেক
85. আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদের হত্যা করেছে? মাজার-ই-শরীফ
86. কোন বানাটি শুদ্ধ? শুশ্রূষা
87. বাংলাদেশের জেলার সংখ্যা কত? ৬৪
88. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ? অগ্নি-বীণা
89.ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দেশ
অংশ গ্রহন করে? ৯ টি
90.কোন দেশের একজন উপ প্রধান মন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন? মালেশিয়া
91. ইউরপের কোন দেশে সম্প্রতি জাতি সত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে
একটি শান্তি চুক্তির মাধ্যমে? আয়ারল্যান্ড
92.’ম্যাকাও’ চিন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের
কোলনি। এই ইউরোপীয়দেশটির নাম কি? পর্তুগাল
93. x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে ? 2y2-x2/xy
94. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? ১৯৫০ বর্গ মাইল
95. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ কে কয়টি সামরিক সেক্টরে ভাগ
করা হয়ে ছিল? ১১
96. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
৪.৮ কিলোমিটার
Rumer is the most primitive way of
spreading stories—by passing them on from mouth to mouth. But civilized
countries in normal times have better sources of news than rumer. They have
radio, television and newspaper. In times of stress and confusion, however
rumer emerges and becomes rife. At such times different kinds of news are in
competition: the press, television and radio versus the grape vine.
Especially
do rimers spread when war requires censorship on many important matters. The
customary news sources no longer give out enough information. Since the people
can not learn through legitimate channels all that they anxious to learn, they
pick up news whenever they can and when happens, rumor thrives.
Rumors
are often repeated even by those who do not believe the tales, There is a
fascination about them. The reason is
that the cleverly designed rumor gives expression to something deep in the
hearts of the victims – the fears, suspicions, forbidden hopes, or daydreams
which they hesitate to voice directly. Pessimistic rumors about defeat and
disasters show that the people who repeat them are worried and anxious.
Optimistics rumors about record production or peace soon coming pain to
complacency or confidence and often to overconfidence.
97.The author is mainly concern with—
a) The nature of rumor
b) The fascination of rumor
c) Rumor as primitive man’s
newspaper
d) The breeding place of rumor
98. The author suggests that rumors usually –
a) alarm their hearers
b) are hardy in their growth
c) are disheartening
d) can be suppressed by
censorship
99. The author states that during
war time the regular sources of news present only –
a) optimistic reports
b) pessimistic reports
c) limited information
d) government propaganda
100. Which of the following best describes the author’s personal attitude
towards rumors
a) Excited enthusiasm
b) Morbid curiosity
c) philosophical interest
d) Acute indignation
0 comments:
Post a Comment